উদ্বোধনের দুই বছর পর গাইবান্ধার সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ এর উদ্বোধনী দিনে এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, প্রভাষক আব্দুল জলিল, উপজেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী প্রমূখ উপস্থিত ছিলেন।গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক এনামুল হক জানান, জনবল সংকটের কারণে উদ্বোধনের দীর্ঘদিন পর এই স্টেশনটির কার্যক্রম শুরু হল। এই স্টেশনে একজন স্টেশন অফিসারের নেতৃত্বে একজন সাব স্টেশন অফিসার, ২ জন লিডার, ৪ জন ড্রাইভার, ২ জন বাবুর্চি ও ১৬ জন ফায়ারম্যান কর্মরত আছেন।
প্রসঙ্গত. ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদুল্লাপুরসহ সারাদেশে ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন একযোগে উদ্বোধন করেন।