গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ‘ডায়াবেটিক সেবায় পার্থক্য আনতে পারে নার্সরাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ১৪ নভেম্বর শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১ টায় পাবলিক লাইব্রেরী চত্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতিতে গিয়ে শেষ হয়।
পরে সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক জিল্লুর রহমান খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুল ইসলাম মন্ডল, সমিতির মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনির হোসেন মুরাদ প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুুল জলিল, মাজহারুল ইসলাম সরকার, শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল রশীদ আজমী, উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক বাহারাম খান শাহীন, উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সমিতির সদস্য সচিব মাহমুদুল হক মিলন।
বক্তারা বিশ্ব ডায়াবেটিস রোগীদের এই রোগ নিয়ন্ত্রনে সচেতন ও সুস্থ সুশৃঙ্খল জীবন যাপন এবং নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করার পরামর্শ দেন।