“ধর্মান্ধতার বিরুদ্ধে জেগে ওঠো বিবেক” এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস মো: শহীদুন্নবী জুয়েলকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা ও পুড়িয়ে মারার প্রতিবাদে ৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে গাইবান্ধা আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন ডিবি রোডে জেলা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তনু, প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু জাফর সাবু ,আলমগীর কবির বাদল প্রমুখ।
বক্তারা বলেন, মধ্যযুগীয় বর্বরতায় একজন নিরীহ মানুষ কে পুড়িয়ে মারার এই ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে সকল আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরালো দাবী জানান তারা।