ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান।
দেশটির রাজধানী ইসলামাবাদে তেহরিক-ই লাব্বাইক নামে একটি ইসলামী সংগঠনের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পাকিস্তানের জনগণকে ফরাসি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন।
তেহরিক-ই লাব্বাইকের মুখপাত্র ইজাজ আশরাফি বলেছেন, ‘সরকারিভাবে পাকিস্তান ফ্রান্সের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি দেশবাসী ফ্রান্সের পণ্য বর্জন করে ইসলাম অবমাননার জবাব দেবেন।’
সম্প্রতি ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদো একাধিকবার মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করলে এ নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মতপ্রকাশের স্বাধীনতা বলে মন্তব্য করার পর বাংলাদেশসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ এর তীব্র প্রতিবাদ জানায়। অনেক দেশ এরইমধ্যে ফ্রান্সের পণ্য বয়কট করছে।