রংপুরের পীরগঞ্জ থেকে এক স্কুল ছাত্রী অপহরন হয়েছে ্ধসঢ়;। এ অপহরনের ঘটনা ঘটে বৃহস্পতিবার উপজেলার পাচঁগাছি ইউনিয়নের দশ মৌজা শাহাপুর গ্রাম থেকে ।অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার পার্শ^বর্তী সাদুল্লাপুর থানার বড় জামালপুর গ্রামের কাইয়ুম সরকারের পুত্র রিজু মিয়া পীরগঞ্জের দশ মৌজা শাহাপুর গ্রামের এক পরিবারের কন্যা ও শাহাপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় । এতে মেয়েটির পরিবার অসম্মতি জানালে ক্ষুব্ধ হয় রিজু । বৃহস্পতিবার মেয়েটি দুপুরের পুর্বে এ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা দেয়ার জন্য বিদ্যালয়ে যাওয়ার সময় নির্জন রাস্তা থেকে রিজু তার সহযোগীদের সহায়তায় ২টি মোটর সাইকেল যোগে মেয়েটিকে অপহরন করে নিয়ে যায় । এ ব্যাপারে সে দিনই মেয়েটির মা পীরগঞ্জ থানায় লিখিত অফিযোগ দাখিল করে ।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন এ সঙ্গে শনিবার কথা হলে তিনি বলেন, মেয়েটিকে উদ্ধারে জোড় প্রচেষ্ঠা চলছে ।