মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম অবমাননার প্রতিবাদে পাকিস্তানজুড়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভটির ডাক দেয় তেহেরিক-ই-লাব্বাইক নামের একটি সংগঠন।
শনিবার (৭ নভেম্বর) ম্যাক্রোঁ’র কুশপুত্তলিকা দাহনের পাশাপাশি ফ্রান্সের পতাকায় আগুন ধরিয়ে দেয় প্রতিবাদ জানায় বহু মানুষ। এসময় পাকিস্তানে অবস্থিত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারেরও দাবি জানায় বিক্ষুব্ধ জনতা। ইসলাম ধর্ম কটাক্ষের জেরে বিক্ষোভে ফেটে পড়েন হাজারো মানুষ।
সম্প্রতি ফরাসি বিতর্কি সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি এবদো হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গত্মাক কার্টুন ছাপায়। এর জেরে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবাদ জানায়। কার্টুন প্রকাশে বন্ধের আহ্বানের বিষয়ে তিনি বলেন, কার্টুন প্রকাশনা তিনি বন্ধ করতে পারবেন না। কার্টুন প্রকাশ বন্ধ করাকে স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত বলে মন্তব্য করেন তিনি। ফরাসি জাতি নিজেদের মূল্যবোধ বিসর্জন দেবে না বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ‘ইসলাম ধর্ম সঙ্কট’-এ রয়েছে বলেও মন্তব্য করেন ম্যাক্রোঁ। প্রতিবাদে বিশ্বের অধিকাংশ দেশ ফরাসি পণ্য বয়কট অব্যাহত করে। ইসলাম ধর্ম নিয়ে ম্যাক্রোঁ’র এমন কর্মকাণ্ডে কঠোর প্রতিবাদ জানায় জাতিসংঘও। এদিকে বিক্ষোভ অব্যাহত রয়েছে বাংলাদেশেও। আজ শনিবার একটি সংগঠন ফ্রান্সের দুতাবাস বন্ধের হুমকি দিয়েছে।