
এই প্রথম পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে রেখে নৌকা মার্কায় বিজয় নিশ্চিত কল্পে ভোট সমর্থন প্রার্থনা করে এলাকার বিভিন্ন স্থান ও পয়েন্টে নির্বাচনী প্রচারণা এবং উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পৌর প্রশাসক উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র প্রার্থী উপজেলা আ’লীগ সভাপতি আবু বকর প্রধান।
নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে রোববার পৌর এলাকার একাধিক স্থান ও পয়েন্টে নির্বাচনী প্রচারনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক এসব বৈঠকে মেয়র প্রার্থী আবু বকরের নেতৃত্বে পৌর এলাকার বেশ কয়েকটি স্থানে সমেবেত সর্বস্তরের ভোটার নারী-পুরুষের উদ্দেশ্যে বক্তারা নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় দলমত নির্বিশেষে অবহেলিত ওয়ার্ড এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট-ব্রীজ-কার্লভাট ও অন্যান্য অবকাঠামোর সার্বিক উন্নয়ন ছাড়াও সামগ্রিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাবার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে এলাকাবাসী তাদের চিহিৃত উন্নয়ন গুলো বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য মেয়র প্রার্থীর হস্তক্ষেপের কথা উল্লেখ করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে নৌকা মার্কায় ভোট প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনী প্রচারনার বিশাল বহরে অংশ নেয়া আ’লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে মেয়র প্রার্থী আবু বকর প্রধান ছাড়াও অন্যান্যদের মধ্যে যথাক্রমে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক উপাধ্য শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লাহেল কাফী মন্ডল, আ’লীগ নেতা রফিকুল ইসলামসহ তৃণমুল পর্যায়ের স্থানীয়রা।