
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ২৩ নভেম্বর সোমবার সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়ন পত্র প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন, ৩নং ওয়ার্ডের শাহজাহান ও আবু বক্কর, ৪নং ওয়ার্ডের রাজু ও ৮নং ওয়ার্ডের এছাহাক আলী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। ফলে পৌরসভায় বর্তমানে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বহাল থাকলো। মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান (আ’লীগ), আবুল কালাম আজাদ (বিএনপি), মজিবুর রহমান (জাতীয় পার্টি), গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (আ’লীগ বিদ্রোহী), হাবিবুর রহমান ইসলাম (স্বতন্ত্র) ও মো. আমিনুল ইসলাম দুদু (স্বতন্ত্র)। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ২৬৮ জন। আগামী ১০ ডিসেম্বর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার সূত্রে জানা গেছে।