গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে এক গাঁজা ব্যবসায়ী ও দুই জন নেশাখোর কে গ্রেফতার করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি হলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। নিজেদের ছেলে মেয়ের ভবিষ্যতের ভাবনায় মাদক মুক্ত রাখার জন্য নিজ নিজ এলাকা প্রকাশ্য ও গোপনে মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রতি নজরদারি শুরু করে। এরই প্রেক্ষিতে গাইবান্ধা সদর থানাধীন ফকিরপাড়া বড় মসজিদের নিকট ৩০ অক্টোবর শুক্রবার ২৩.২৫ ঘটিকার সময় গাঁজা ব্যবসায়ী (১) মোহাম্মদ নূরু মিয়া (৪৫) পিতা-মৃত চয়ন উদ্দিন, সাং- রাধাকৃষ্ণপুর, থানা ও জেলা গাইবান্ধা। অপর পলাতক আসামি (২) মোহাম্মদ মন্ডল মিঠু সাথে মাদক কেনাবেচা শলা পরামর্শ করতে থাকলে স্থানীয় সাধারণ জনগণ বিষয়টি আঁচ করতে পেরে গোপনে ওসি, ডিবি গাইবান্ধা কে জানায়। গাইবান্ধা জেলার গোয়েন্দা শাখার এসআই জহিরুল হক সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে উল্লেখিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক গাঁজা ব্যবসায়ী নুরু মিয়াকে আটক করে এবং তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপর আসামি দ্রুত পলাইয়া যায়। রাত ১২.৪৫ মিনিটের সময় হাসপাতাল রোডে (১) মাসুম মোল্লা পিং তারা মোল্লা (৩২) সাং রাধাকৃষ্ণপুর (২) শ্রী আনন্দ চন্দ্র বর্মন (২৬) পিং শ্রী রাজ কুমার চন্দ্র বর্মন সাং আদর্শ পাড়া উভয় থানা ও জেলা গাইবান্ধাদ্বয় মাদক সেবন করে রাস্তায় বেসামাল ভাবে ঘোরাফেরা করার সময় তাদেরকে আটক করে।
সচেতন মহল মনে করেন জনসচেতনতায় মাদক প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের তাৎক্ষণিক অভিযান মাদক প্রতিরোধে সচেতন মহলকে আরো উজ্জীবিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।