গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে নৈশ্যগামী বাস হতে ৩৪ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে পুলিশ।
জানাযায়, রবিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল, এএসআই মাসুদ, মমিনুল ও জাহেরুলের সমন্বয়ে একটি টিম মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবহনে নিয়মিত তল্লাশি সময় ঘোড়াঘাট- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের বাঁধন পাম্প এলাকায় রানীশংকৈল হতে ছেড়ে আসা ঢাকাগামী রোজিনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে জামাল নামে এক বাসযাত্রীর লাগেজে লুকিয়ে রাখা ৩৪ বোতল ফেন্সিডিল বহণকালে আটক করে পুলিশ। আটককৃত নুরুজ্জামান ওরফে জামাল (২৫) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার পার্বতীপুরের চকোর এলাকার হোসেন আলীর পুত্র।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ফেন্সডিলের মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। তিনি আরও বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।