গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযানে গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার ১৪ জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
৩১ অক্টোবর (শনিবার) রাতভর থানার এসআই শফিকুল, এসআই জহুরুল, এসআই আল মামুন ও এএসআই মোমিনুল সঙ্গীয় ফোর্সসহ একটি টিম নারী নির্যাতন, জুয়া ও মাদক মামলার ওয়ারেন্টভূক্তসহ বিভিন্ন মামলার ১৪জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের এনামুলের ছেলে সোহেল রানা (২৭), হরিপুর গ্রামের মুনু মিয়ার ছেলে আয়নাল হক ওরফে পচা মিয়া (৪০), ক্রোড়গাছা গ্রামের মুনসুর আলীর ছেলে এনামুল হক (৩৫), রামপুর গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে নয়ন মিয়া (৩৫), হরিরামপুর গ্রামের সামাদের ছেলে হান্নান (২৬), ক্রোড়গাছা গ্রামের মৃত সিরাজুলের ছেলে হারুন (৪০), হরিপুর গ্রামের মৃত সাত্তারের ছেলে সাজু মিয়া (২৭), পূর্ব হরিপুর গ্রামের কাশেমের ছেলে জামিল (৩০), রাজা বিরাট গ্রামের মান্নানের ছেলে মাহফুজার (২০), বাজুনিয়া পাড়ার মৃত বাচ্চা দাসের ছেলে সুভাষ চন্দ্র (৩৮), বুজরুক বোয়ালিয়া গ্রামের জাফরুলের ছেলে আবু সাঈদ ডন (৪০) ছাড়াও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের আনিছুরের ছেলে ফারুক (২২), পালপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে সজিব (২৪) ও বগুড়া জেলার কালাই উপজেলার কালাই কর্ণিপাড়া গ্রামের মৃত ছালাম শেখের ছেলে আমিনুল (২৪)।
উল্লেখ্য; গ্রেফতারকৃতদের মধ্যে আসামী জামিল ৪টি গ্রেফতারী পরোয়ানা ছাড়াও ১টি নারী নির্যাতন মামলার নিয়মিত আসামী।
থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে রোববার গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।