গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আল-আমিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দু’জন। আহত দু’জন উপজেলার বিশুবাড়ি গ্রামের বাসিন্দা আজগর আলীর পুত্র সাঈম (২৭) ও একই গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের পুত্র আরিফ হোসেন (২৩)।
জানা যায়, নিহত আল-আমিন ও সাঈম এবং সুমন বিশুবাড়ি হতে গোবিন্দগঞ্জ আসার পথে ৭ নভেম্বর শনিবার বেলা ১০টার দিকে বালুয়া-বিশুবাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই আল-আমিন নিহত হন। পরে স্থানীয়রা অপর মোটরসাইকেল আরোহী আহত সাঈম ও আরিফকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত আরিফের অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। নিহত আল-আমিন গোবিন্দগঞ্জের বিশুবাড়ি গ্রামের তোফাজ্জল ড্রাইভারের ছেলে।