
মোহনা টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার জেলা শহরের সাদুল্যাপুর সড়কে চাইনিজ রেস্টুরেন্ট চিকেন পল্লীতে কেক কেটে এবং আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আব্দুল আউয়াল কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। মোহনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, উত্তম সরকার, শাহাবুল শাহীন তোতা, আফরোজা লুনা, এসএম বিপস্নব ও এসডিআরএস’র উপ-পরিচালক মহিবুর রহমান তুষার। ছবি সংযুক্ত
প্রধান অতিথি আব্দুল আউয়াল জনকল্যাণে নিবেদিত বস’নিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন। তিনি অত্যাচারিত নিপীড়িত শোষিত মানুষের কল্যাণে সাংবাদিকদেরকে কাজ করে যাওয়ার আহবান জানান। মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ কামনা জানিয়ে এই টেলিভিশনটি আগামী দিনগুলোতে জনকল্যাণে নিবেদিত সাংবাদিকতায় অবিচল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।