সম্প্রতি জাতীয় সংসদের উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও সরকার দলীয় দুর্বৃত্তদের দ্বারা রাজধানীতে বাসে অগ্নিসংযোগের কারণে বিএনপির নেতাকর্মীদের উপর ষড়যন্ত্রমূক মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে ১৫ নভেম্বর রবিবার শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, সাঘাটা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।
বক্তারা দলীয় নেতাকর্মীদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন দেয়ার জন্য জোর দাবি জানান।