বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিংকে গ্রেফতার করেছেন মুম্বাইয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্যরা।
শনিবার বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়েছে এই কৌতুক অভিনেত্রীকে।
খবরে বলা হয়, শনিবার মুম্বাইয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে দীর্ঘ সময় ধরে ভারতী ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে জেরা করেন গোয়েন্দারা। দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। তাদের বাড়ি থেকে ৮৬ দশমিক ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রের খবর পেয়েই ভারতী সিংয়ের আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একটি দল।
এসময় ভারতী সিংয়ের বাড়ি ছাড়াও শহরের আরও তিনটি জায়গায় অভিযান চালানো হয়। ভারতী ও হর্ষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক।