1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎“সংস্কার ও হত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন হওয়া উচিত”—-মাওলানা মমতাজ ‎লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান পীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আমেজ সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলির ধাক্কায় প্রতিবন্ধী মহিলা নিহত পলাশবাড়ীতে ১টি কিনিক এবং ২টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা পলাশবাড়ীতে এবার ৫৭ পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা উদ্যাপনে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন গাইবান্ধায় ‘স্কিল অ্যান্ড ইনোভেশন’ প্রতিযোগিতা বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

‘উগ্র ইসলামের’ বিরুদ্ধে লড়াই চালবে, আলজাজিরাকে মাক্রো

  • আপডেট হয়েছে : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২১ বার পড়া হয়েছে

মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে ফরাসি সরকার এবং মুসলিম বিশ্বের মধ্যকার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসলাম নিয়ে ফ্রান্স সরকারের যে মনোভাব তাকে মুসলিমরা নিন্দনীয় বলে মনে করছে। অনেক দেশ ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। তবে ‘উগ্র ইসলামের’ বিরুদ্ধে মাক্রো লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন উগ্র মুসলিমরা বিশ্বের সব মানুষের জন্য হুমকি।

শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরায় প্রকাশিত একান্ত সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এসব কথা বলেন।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন মহানবী হযরত মোহাম্মদ( সা.) এর কার্টুন প্রদর্শন করায় আঘাতপ্রাপ্ত মুসলমানদের অনুভূতি তিনি বুঝতে পেরেছেন। তবে ‘উগ্র ইসলামের’ বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন। কারণ হিসেবে তিনি জানান এরা বিশ্বের সব মানুষের জন্য হুমকি।

গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন। পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। মুসলিম বিশ্ব মনে করে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

এ প্রসঙ্গে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, মহানবী (সা.) এর কার্টুন প্রকাশের পর তারা (মুসলমানরা) যে আঘাত পেয়েছে, আমি তাদের অনুভূতি বুঝতে পেরেছি এবং আমি তাদের শ্রদ্ধা করি। তবে আপনাদের আমার ভূমিকা বুঝতে হবে। কারণ এখন আমি দুইটি কাজ করছি- এক শান্তি বজায় রাখা এবং মানুষের অধিকার রক্ষা করা। আমি সবসময় আমার দেশে কথা বলার, লেখার, চিন্তাভাবনার স্বাধীনতা রক্ষা করব’।

ম্যাক্রোঁ বলেন, ‘আজ বিশ্বে এমন কিছু লোক রয়েছে যারা ইসলামকে বিকৃতি করছে। ধর্মের নামে, তারা ইসলাম রক্ষার নামে- হত্যা করে, জবাই করে। আজকে ইসলামের নামে কিছু চরমপন্থী আন্দোলন এবং ব্যক্তি সহিংসতা পরিচালনা করছে। সন্ত্রাসবাদের শিকার ৮০ ভাগেরও বেশি মুসলমান এবং এটি আমাদের সবার জন্যই সমস্যা।’

ম্যাক্রোঁ তার দেশে কিছু রাজনৈতিক নেতা তার বক্তব্যকে বিকৃত করেছেন বলে অভিযোগ করেছেন। এ কারণে মানুষ বিশ্বাস করছেন যে, ব্যঙ্গচিত্রগুলি ফরাসি রাষ্ট্রের পৃষ্টপোষকতায় প্রর্দশন করা হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, আমার বক্তব্যকে মিথ্যা এবং বিকৃতি করা হয়েছে। যা ফলে মানুষ মনে করছে আমি এই কার্টুনগুলিকে সমর্থন করেছি। কার্টুনগুলো কোন সরকারি প্রকল্প নয়, তবে এটি মুক্ত এবং স্বতন্ত্র সংবাদপত্র থেকে প্রকাশিত হয়েছে; যা সরকারের সাথে অনুমোদিত নয়।’

২০১৫ সালে ফরাসি পত্রিকা শার্লি এবদোও ম্যাগাজিনে মহানবী (সা.) এর কার্টুন প্রকাশ হওয়ায় সেই সময় শার্লি এবদোর অফিসে হামলা হয়েছিল। সম্প্রতি অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে ম্যাগাজিনটি।

গত ২ সেপ্টেম্বর প্রজাতন্ত্র দিবসের বক্তব্যে ম্যাক্রোঁ মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেন। ২ অক্টোবরে মুসলিম নেতাকর্মীদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ইসলাম বিশ্বব্যাপী সংকটে রয়েছে’। তার দেশের প্রজাতন্ত্রিক মূল্যবোধের সাথে আরও সুসংগত করার জন্য “ইসলাম সংস্কার করার” পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

গত ১৬ অক্টোবর মহানবী (সা.) এর কার্টুন নিয়ে ক্লাসে পড়ানো এক শিক্ষকের শিরশ্ছেদের ঘটনার পর ম্যাক্রোঁ ইসলাম নিয়ে তার মনোভাব পুর্নব্যক্ত করেন। ওই সময় ফ্রান্সের সরকারি ভবনেও মহানবী (সা.) এর অবমাননাকর কার্টুনগুলো দেখা যায়।

মুসলমানদের কাছে মহানবী (সা.) শ্রদ্ধাশীল আদর্শ এবং ইসলামেও যেকোন ধরণের দৃশ্য-চিত্রকে নিষিদ্ধ করা হয়েছে। এতে ফ্রান্স সরকার ইসলামকে যেভাবে সন্ত্রাসবাদ বলে অ্যাখ্যা দিয়েছে তা মুসলমানদের জন্য অবমাননাকর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft