
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় সুবর্ণা আক্তার নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের দক্ষিণ পরাণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবর্ণা ওই গ্রামের স্বপন মিয়া-নাজমা বেগম দম্পত্তির মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে শিশু সুবর্ণা অন্যান্য সাথীদের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় শোভাগঞ্জ-গণশারহাট ভায়া সুন্দরগঞ্জ যাবার পথে দক্ষিণ পরাণ গ্রামে বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক এসে সুবর্ণাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর ঘাতক ইজিবাইকসহ চালক আব্দুর রহিমকে আটক করা হয়েছে। চালক রহিম মধ্য-পরাণ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।