
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশের হাতকড়াসহ পলাতক ৪ জুয়াড়িকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
গতকাল ৭ অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার রামদেব স্কুল মাঠে জুয়াড় আসরে অভিযান চালিয়ে পুলিশ রামদের গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে আশিকুর রহমান, নরুন্নবী মিয়ার ছেলে রোকোনুজ্জামান, মহির বসুনিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং রামধন গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে মাসুদুর রহমানকে আটক করে হাতকড়া পরায়। আটককৃতদের গাড়িতে উঠানোর সময় মোস্তফা এবং মাসুদুর হাতকড়াসহ পালিয়ে যায়। এরপর ৪ ঘন্টা অভিযান চালিয়ে স্থানীদের সহযোগিতায় ওই পলাতক ২ জুয়াড়িকে আবারও আটক করে পুলিশ। এ ঘটনায় এসআই সেলিম রেজা বাদী হয়ে জুয়া আইন এবং সরকারি কাজে বাধা প্রদান অপরাধের মামলা করেছে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, আসামিদের বিরুদ্ধে জুয়া এবং সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে মামলা করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।