গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আর ভরসা কোল্ড স্টোরে বেশি দামে আলু বিক্রি করার দায়ে ৪ আলু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম। ২৯ অক্টোবর দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা ও র্যাব-১৩ গাইবান্ধা এ অভিযানে অংশ নেন।
জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলেন, আরভি কোল্ড স্টোরেজের আলু ব্যবসায়ী আফসার আলী ১০ হাজার, স্বপন মিয়া ১০ হাজার, আনারুল ইসলাম ১০ হাজার ও গোবিন্দ চন্দ্র সাহা ২০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-১৩ গাইবান্ধা সিনিয়র এ এসপি কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ফরিয়া আলু ব্যবসায়ী ও স্থানীয় ক্রেতাসাধারণগণ।