
সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় সাময়িক বরখাস্তকৃত বন্দর বাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শনিবার তাকে সিলেট মহানগর হাকিম শারমিন খানম নীলার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআইয়ের পরিদর্শক ও এ মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম আদালতে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গতকাল রাতে সিলেট পুলিশ লাইন্স থেকে হারুনুর রশীদকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ নিয়ে মামলায় দুজন কনস্টেবল গ্রেফতার হলেন।
গত ১১ অক্টোবর সকালে ওসমানী হাসপাতালে গুরুতর আহতাবস্থায় নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহী। ঘণ্টাখানেক পর ৭টা ৫০ মিনিটের দিকে রায়হান হাসপাতালে মারা যায়।
এ ঘটনায় রায়হানের স্ত্রী থানায় মামলা করলে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর হোসেনসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিন জনকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে আকবর পলাতক রয়েছে। বাকি ছয়জনকে কড়া নিরাপত্তায় এসএমপি পুলিশ লাইনে রাখা হয়।
তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, নির্যাতনে সরাসরি অংশগ্রহণের জন্য বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন কনস্টেবল তৌহিদ মিয়া, টিটু চন্দ্র দাস ও হারুনুর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়। আর রায়হানকে ধরে ফাঁড়িতে আনার জন্য বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয় এএসআই আশেক এলাহী, কুতুব আলী, কনস্টেবল সজীব হোসেনকে।