
দিনাজপুরের বিরামপুরে শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষে উপজেলা ও পৌরশহরে ২৫টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিকের নিজ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থের চেক প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গত রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি অসুস্থ থাকায় তার প্রতিনিধি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌরমেয়র লিয়াকত আলী সরকার টুটুলের মাধ্যমে নগদ অর্থের চেক প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কু-ু,যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার,সাধারণ সম্পাদক শান্ত কুমার কু-ু।
এমপি শিবলী সাদিকের নিজ তহবিল থেকে নগদ অর্থের চেক প্রদান করার সময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, পূজা মন্ডবের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন॥