
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে গাইবান্ধা জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রক্তদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজু ঝন্টু, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রন্জু।
ছাত্রলীগের উদ্যোগকে স্বাগত জানিয়ে রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে অতিথিরা বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন। ৩০ লাখ মানুষ এ দেশের জন্য রক্ত দিয়েছেন। ছাত্রলীগও সেই ইতিহাসকে ধারণ করে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে একটি ত্যাগের মানসিকতা গড়ে উঠবে। ছাত্রলীগকে আদর্শবান হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ হতে হবে’।
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনের সঞ্চলনায় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জিতেন্দ্র নাথ সরকার গোপাল, পৌর ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক রাসেল, শিশির, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম বিশাল, সুরুজসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রক্তদান কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করে সন্ধানী ডোনার ক্লাব গাইবান্ধা। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে গাইবান্ধা জেলা ছাত্রলীগ সন্ধানী ডোনার ক্লাবকে এ দিন ৪৮ ব্যাগ রক্ত প্রদান করে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধা জেলা ছাত্রলীগ ইতোপুর্বে দোয়া মাহফিল, বৃক্ষরোপন কর্মসূচী, খাদ্য বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে।