
গাইবান্ধার ফুলছড়ি এলাকার মাদক ব্যবসায়ী লুৎফর রহমান লালনকে (৩৬) কে ২৫০ পিস ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার তৌহিদুল ইসলামের বিশেষ নির্দেশনায় চলতি মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপনসূত্রে খবর পেয়ে ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় এক অভিযান পরিচালনা করা হয়।
থানা অফিসার ইনচার্জ মো.মাসুদুর রহমান মাসুদের নির্দেশে এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে উপজেলার বেতকাপা ইউপির মোস্তফাপুর গ্রামের পূর্বপাড়ায় পাকারাস্তা থেকে ইয়াবাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লালন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের (দক্ষিণ মদনেরপাড়া) ফুল মিয়ার ছেলে। সে সেখানকার স্থায়ী বাসিন্দা হলেও স্থানীয় কতিপয় চিহৃিতদের সহায়তায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাশবাড়ী এলাকায় এসে মাদক ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (০২/১০/২০) দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ তিনি জানান।