
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতন, ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গাইবান্ধার নারী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণসহ সারাদেশে ঘটে যাওয়া প্রত্যেকটি নারী-শিশু নির্যাতন, হত্যা ও ধর্ষণের বিচার দাবি করেন।
৫ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যৌথভাবে জেলা শহরে ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেলগেট এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধরন সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ।