
নারী ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি তাজিনা আখতার রাখার অকাল মৃত্যুতে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বুধবার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় শোক বার্তা পাঠ করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নীলা জামান রুমকী।
প্রফেসর নাজমা বেগমের সভাপতিত্বে ও মাজেদা খাতুনের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, প্রবীণ সাংবাদিক মশিয়ার রহমান খান, সুলতান আহমেদ, জাতীয় মহিলা সংস্থার জেলা সভাপতি মাহামুদা পারুল প্রমুখ। বক্তারা মরহুমের জীবন কানিহী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।