করোনা আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, টুইটারের ওয়ালে ভরে গেল ট্রাম্পের মৃত্যুকামনায়। এই প্রেক্ষিতেই কড়া বার্তা দিয়েছে টুইটার। জানিয়েছে এই ধরণের সব টুইট মুছে ফেলবে তাঁরা। এই ধরণের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট রিড অনলি মোডে ফেলে দেওয়া হবে।
উল্লেখ্য শুক্রবার ট্রাম্পের ও তাঁর স্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর টুইটারে প্রকাশিত হতেই সাড়া পড়ে যায়। টুইটারের দেওয়াল ভরে ওঠে নেগেটিভ কমেন্টে। বহু সংখ্যক মানুষ তাঁর মৃত্যু কামনা করে বার্তা পাঠান। সেই সব বার্তাই মুছে ফেলতে চাইছে টুইটার।
শনিবার টুইটার জানিয়েছে কোনও ধরণের নেগেটিভ তথ্য প্রকাশ করবেন না তাঁরা। যেভাবে মানুষ কদর্য ভাবে কোনও ব্যক্তির মৃত্যু কামনা করছেন, তা রীতিমতো দুঃখজনক। টুইটার এই ধরণের কোনও মন্তব্য বা পোস্টকে সমর্থন করে না। এই ধরণের মৃত্যু কামনা সম্বলিত পোস্ট ডিলিট করে দেওয়া হবে।
শুক্রবার সকালেই সস্ত্রীক ট্রাম্পের রিপোর্ট পজেটিভ আসে। এক টুইট বার্তায় তাঁরা জানান কোয়ারেন্টাইনে রয়েছেন পুরো পরিবার। চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব দ্রুত সুস্থ হবেন তাঁরা বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।
এর আগেই তিনি জানিয়ে ছিলেন যে করোনা পরীক্ষা করা হয়েছে তাঁর। তাঁর স্ত্রী মেলানিয়ারও করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা করছিলেন তাঁরা। কারণ বৃহস্পতিবারই ট্রাম্প ঘোষণা করেন মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক হোপ হিকস করোনা আক্রান্ত হয়েছেন।