গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই নারীসহ গ্রেফতারী পরোয়ানার ৯ আসামীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম, এসআই আরিফুল ইসলাম, এসআই খন্দকার আমিনুল ইসলাম, এসআই মামুনুর রশিদ ও এসএসআই মুসফিকুরের সমন্বয়ে একটি টিম গত বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে বিচার, নারী নির্যাতন এবং মাদক মামলায় এক নারীসহ গ্রেফতারী পরোয়ানার ৯ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বর্তমানে গোরস্থান পাড়ার ওয়াহেদের ছেলে বিপুল (৩০), পান্থপাড়া গ্রামের বাবলু সরকারের ছেলে মিলন (২৮), ধর্মা গ্রামের নুরুল হুদা ওরফে গাছুর ছেলে মোখলেছার (৪০), পান্থাপাড়া দূর্গাপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে ছালাম (২৬), মৃত আমির আলীর ছেলে রঞ্জু মিয়া (৫০), পান্থাপাড়া গ্রামের বাপ্পির ছেলে নাদিম (২০), মালাধর গ্রামের জহুরুলের ছেলে মঞ্জু মিয়া (৪০) পান্থাপাড়া দূর্গাপুর গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী শাহেদা বেগম (৪০) ও মালঞ্চা গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী নাজমা বেওয়া (৫০)।
থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক গ্রেফতারী ওয়ারেন্টভূক্ত ছিল। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।