বন্যা কবলিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশ পুকুর নয়াবাজার ও পাড় সোনাইডাঙ্গা গ্রাম রক্ষায় নদী ভাঙ্গন রোধ কল্পে নদী শাসনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ১১টায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে উক্ত ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, আমতলী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান মুক্তার, বালুয়া তমিজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম, রাখালবুরুজ ওয়ার্ড সদস্য আনিছুর রহমান, আব্দুর রশিদ, রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ-টু-সাঘাটা উপজেলার সাথে স্থানীয় সরকার অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ত্রিমোহনী ব্রীজ আজ রাস্তা অভাবে জনগনের চলাচলের অনুপোযোগি হয়ে গেছে। এ ছাড়াও বিগত বন্যায় রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর গ্রামে একটি কমিউনিটি সেন্টার ও মসজিদ নদীভাঙ্গনে বিলীনসহ এসব নদী পারের অসহায় মানুষ তাদের বাড়ী ঘর নদীগর্ভে হারিয়ে অন্যত্র মানবিক জীবন যাপন করতেছে। তাই অত্র ইউনিয়নের বিশপুকুর, নয়াবাজার ও পাড় সোনাইডাঙ্গা গ্রামের মানুষের বাড়ী ঘর রক্ষা ও গোবিন্দগঞ্জ উপজেলার সাথে সাঘাটা উপজেলার যোগাযোগ ব্যবস্থা স্থাপনে নদী শাসন প্রকল্প হাতে নিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনার জরুরী আশুহস্তক্ষেপ কামনা করেছেন নদী ভাঙ্গন এলাকার মানুষ।