
গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটল, সদর বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ। প্রধান বক্তার হিসাবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তাব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্ট সদস্য সাদুল্লা দুদু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম লিপন, সহ- সভাপতি মোশফেকুর রহমান রিপন, ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক সেকেতুর রব অনিক, সহ- সম্পাদক আল আমিন, সহ-সাধারন সম্পাদক ইউছুব আলী দুখু, যুব নেতা রহমান, হাবিব, শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জীম, ছাত্র নেতা পড়াগ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা যুবদলের দলের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহেদুন্নবী তিমু।