
‘সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’। প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৬ অক্টোবর শুক্রবার গাইবান্ধায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাসুদুর রহমান, জেলা মৎস্য কর্র্মকর্তা মো. আব্দুদ দাইয়ান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান প্রমুখ। এরআগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে বিশ্ব খাদ্য দিবসের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আবদুল মতিনসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।