
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উৎপাদনশীলতা’ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গাইবান্ধায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্তী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুস সামাদ, কৃষি সম্প্রসারন বিভাগের প্রশিক্ষন অফিসার কৃষিবীদ রাহেলা পারভীন, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাক আহম্মেদ রঞ্জু, সহকারি কমিশনার শাহীন দেলোওয়ারসহ বিভন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।