ঢাকা-৫ , নওঁগা-৬ আসনে উপ-নির্বাচনে সরকার কৃর্তক ভোট ডাকাতি ও দেশে সদ্য ঘটে যাওয়া সন্ত্রাস ও র্ধষনের প্রতিবাদে গোবিন্দগঞ্জ থানা বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় পৌরশহরের ঝিলপাড়া সড়কে জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গোবিন্দগঞ্জ থানা বিএনপি’র মানববন্ধন করেছে।
মানবন্ধনে বক্তব্য রাখেন, থানা বিএনপি’র সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদ, যুগ্ন-সম্পাদক রফিকুল ইসলাম মন্ডল, হরিরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহারুল ইসলাম, কাটাবাড়ী ইউনিয়ন বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি তাজুল ইসলাম প্রধান, বিএনপি নেতা ও জেলা মৎস জীবিদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রতন ঘোষ, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম তালুকদার, থানা যুবদলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, যুগ্ন-সম্পাদক মশিউর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি আলম শেখ, সাধারন সম্পাদক হাছানুর হক রিপন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী আলম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাবেক ছাত্রদল নেতা মোকাদেম হোসেন সজল, আব্দুল মজিদ, আতিকুর রহমান রতন, মশিউর রহমান, সারোয়ার আহম্মেদ মিলন, মেহেদী হাসান হিটলু ও নুর আলম, সজীব প্রধান প্রমুখ।