ব্যক্তিগত ভাবে নিজে করোনা আক্রান্ত হওয়াকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশীর্বাদ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বুধবার পাঁচ মিনিটের একটি ভিডিও বার্তা দেন ট্রাম্প। সেখানে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, এটা আসলে অবিশ্বাস্য। আমি ভালো বোধ করছি। তিনদিন আগে আমি যেমন ভালো বোধ করেছিলাম, এখন ঠিক তেমনটা বোধ করছি। সুতরাং আমি মনে করি আমার যে করোনা হয়েছে সেটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জন্য আশীর্বাদস্বরূপ ছিল।
ট্রাম্প জানান, যে চিকিৎসা তিনি গ্রহণ করেছেন, সেটি যেন সব মার্কিন নাগরিকেরা পায়, সেটিই তিনি চান।
যে কোম্পানির ওষুধ তিনি গ্রহণ করেছেন সেটিও বিনামূল্যে করোনায় আক্রান্তদের সরবরাহ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে কাজে ফিরে করোনার জন্য দোষারোপ করে ফের চীনকে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা এর জন্য মূল্য দিচ্ছেন না। এটি আমাদের দোষ নয়। এটি চীনের দোষ। এবং চীনকেই এর জন্য বড় মূল্য দিতে হবে।’
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডির করোনায় আক্রান্তের সাম্প্রতিক খবরে হোয়াইট হাউসের স্টাফদের সম্পূর্ণ পিপিই পরিধান এবং সব ধরনের সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সংস্পর্শে থাকা লোকজনকে প্রতিদিনই পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে যে, তারা করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। এছাড়া সাপোর্ট স্টাফদের প্রতি ৪৮ ঘণ্টা পর পর পরীক্ষা করা হচ্ছে।