
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের বিবিসি’র মোড় নামক স্থানে তিস্তানদী থেকে নূর-আমীন (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে স্বজনদের নিকট যুবকের মৃতদেহ হস্তান্তর করা হয়। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা নদীর পানিতে ভেসে আসতে দেখে যুবকের মৃতদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। জানতে পেয়ে থানার এসআই আবুল কালাম আজাদ সুরুতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক যুবকের মৃতদেহ মর্গে প্রেরণ করেন। সেখানে ময়না তদন্ত শেষে রংপুরের কাউনিয়া থানা পুলিশের মাধ্যমে স্বজনদের নিকট যুবকের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এ তথ্য জানিয়ে এসআই আবুল কালাম আজাদ বলেন, নুর-আমীন কাউনিয়া উপজেলার বনগ্রামের আইয়ুব আলীর পুত্র। সে একজন ব্যবসায়ী। কাউনিয়াতে তার মোবাইলের দোকান রয়েছে। সে গত ১১ সেপ্টেম্বর নিখোঁজ হলে স্বজনরা বিভিন্ন স্থানে নানাভাবে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।