
গাইবান্ধার সাদুল্ল্যাপুরে ডায়াবেটিক সমিতির উদ্বোধন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রবিবার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেম গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্ল্যাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি।
সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক খন্দকার জিল্লুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব. উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুর ইসলাম মন্ডল, ওসি মোঃ মাসুদ রানা , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ (অবঃ) জাকারিয়া খন্দকার, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, উপজেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, উপজেলা ওর্য়াকাস পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সমিতির অর্থ সচিব তাজুল ইসলাম রেজা, সদস্য সচিব মাহমুদুল হক মিলন প্রমূখ। সভাটি পরিচালনা করেন সমিতির আজীবন সদস্য বাহারম খান শাহীন। উদ্বোধনী দিনে সরাদিনব্যাপী ফ্রি ব্লাড ও গ্রুপিং ডায়াবেটিক রোগ নির্ণয় করা হয়।