
গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে ২০ সেপ্টেম্বর রবিবার বিকেলে মতবিনিময় সভা করেছেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার, সহ-সভাপতি আব্দুল জালিল সরকার, প্রেসক্লাব সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, সাবেক সভাপতি তাজুল ইসলাম রেজা প্রমূখ।
অনুষ্ঠিত সভায় সাদুল্লাপুর উপজেলার উন্নয়নকল্পে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, বিনোদন, রাস্তাঘাট পাকাকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাদুল্লাপুর প্রেসক্লাবের জন্য স্থায়ী জায়গা বরাদ্দের দাবি জানানো হলে আশ্বাস দেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।