
গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছেন স্বামী। ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ধনারুহা গ্রামের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন-জামিরুল ইসলাম ও তার স্ত্রী রুমি বেগম। ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, রোববার রাতে জামিরুল ইসলামের সঙ্গে স্ত্রী রুমি বেগমের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। রাতের কোনো একসময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন জামিরুল। এরপর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে কেন এ ঘটনা ঘটেছে।