
সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সিপিবি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) থেকে জেনারেল হাসপাতাল পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাকালে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জেনারেল হাসপাতালের সামনে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা নেতা তপন কুমার বর্মন, সাদেকুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সাম্প্রতিক সময়ে মাতৃসদন ও জেনারেল হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা, জেলার সকল হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে অনিয়ম-দুর্নীতি বন্ধ, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, আইসিইউ সেবা চালু করার দাবি জানান।