মামনীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। গোবিন্দগঞ্জে পৌর কৃষকলীগের আয়োজনে বর্ধিত সভায় এমন মন্তব্য করেন গাইবান্ধা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল।
১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় পৌর ডাক বাংলো মাঠে পৌর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা কৃষক লীগের সভাপতি মো. হাসান মাহমুদ সিদ্দিকের অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দীপক কুমার পাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো মোস্তাফিজুর রহমান মকু ও সাধারণ সম্পাদক খন্দকার মো. জাহাঙ্গীর আলম।
বর্ধিত সভায় জাফরুল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি এস. এম. তৌহিদ, মোস্তাফিজুর রহমান মন্টু, মিজানুর রহমান। পৌর শাখার সাধারণ সম্পাদক একেএম আনিছুর ইসলামের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন পৌর কৃষক লীগের সহ-সাধারণ সম্পাদক সামছুল হোদা, সাংগঠনিক সম্পাদক রফিকুল হাসান মোহন, শাখাহার ইউপির আহবায়ক এসএম আহসান হাবিব, পৌর কৃষক লীগের মহিলা সম্পাদিকা জেবুন্নেছা রমিছ, সমবায় বিষয়ক সম্পাদক গোবিন্দগঞ্জ উপজেলা শাখার লাকি ইসলামসহ কৃষক লীগের নেতৃবৃন্দ।