গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেস্বর শুক্রবার বিকাল ৫ টার দিকে থানার এএসআই মাসুদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এসসি মামলা নং-১০৫/১৯ এর ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মঞ্জু সরকার (৩৫), পিতা- মান্নান সরকার, সাং-ধর্মপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাকে বুনাতলা হতে গ্রেফতার করে। সে দীর্ঘদিন হতে পলাতক থাকায় এতদিন গ্রেফতার করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি একেএম মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।