গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে।
জানা যায়, গোবিন্দগঞ্জ থানার এসআই খন্দকার আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম গোবিন্দগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের পান্থাপাড়া এলাকা হতে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নিয়মিত হেরোইন সেবনকারী ও পেশাদার চোর মনির হোসেন মধু (২৫) পিতা-মৃত তোতা মিয়া, সাং-বোগদহ (পলুপাড়া), থানা- গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধাকে ১৫ গ্রাম হেরোইনসহ আটক করে। এসময় সাথে থাকা দু’জন পালিয়ে যায়। এই দলটি নিয়মিত হেরোইন সেবনকারী। তারা হেরোইন কেনার টাকা সংগ্রহের জন্য প্রায়ই চুরি করে থাকে।
উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৭৫ হাজার টাকা। এবিষয়ে থানায় একটি মাদক মামলা মামলা দায়ের করা হয়েছে।আসামী মনিরের বিরুদ্ধে পূর্বের ৩টি মামলা আদালতে বিচারাধীন আছে।
হেরোইন ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।