বাংলাদেশ তাঁতীলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলা মটর মালিক সমিতির জেলা শাখার হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি করার লক্ষে তৃর্ণমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের সফলতা স্থানীয় নেতা কর্মিদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন ও লালন করে অনুকরণীয় ব্যাক্তিত্ব তৈরি করতে হবে। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক হাজ্বী জাকারিয়া ইসলাম জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আব্দুর রহমান মাস্টার, মোস্তাফিজার রহমান নজমু, মুকিতুর রহমান রাফি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীলীগের আহবায়ক আব্দুল মমিন শেখ রুবেল এবং অনুষ্ঠিত বর্ধিত সভার আহবান করেন উপজেলা তাঁতীলীগের যুন্ম আহবায়ক এনামুল হক আকন্দ, এস এম রাজু ইসলাম আকাশ, মাহাবুর রহমান মাফি, ইউনুস আলী পৌর তাতীঁ লীগের যুগ্ন আহবায়ক রফিক সরকার, নুরনবী ইসলাম, রাকিবুল ইসলাম দিপু। অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান রচি, পৌর সেচ্ছাসেবকলীগ রাহেনুল সরকার, আরাফাতুল ইসলাম অহনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, প্রজন্মলীগসহ সর্বস্তরের নেতা-কর্মীগণ।