বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে ঢাকা থেকে মোবাইল ফোনে দলীয় নেতা-কর্মীদের সাথে সংক্ষিপ্ত কথা বলেন, গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন নুনু, গাইবান্ধা জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপিকা রওনক জামান, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা রফিকুল আলম সরকার, কৃষকলীগ নেতা সামছুল হোদা, স্বেচ্ছাসেবকলীগ নেতা জালাল উদ্দিন রুমী, সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক শামীম হোসেন প্রধান, ছাত্রলীগ নেতা সরদার আলকাস উদ্দিন, সফিউল আলম হিরু, রাজু সরকার, ফরহাদ আলী, সাকিব খান লেবু, জয় প্রধান ও অভি প্রধানসহ আওয়ামীলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা রুহুল হক্কানী।