
গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাহিরে স্থানন্তরের প্রতিবাদে ১২ সেপ্টেম্বর শনিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে সরকারি মহিলা কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলার সাধারণ স¤পাদক কাজী আবু রাহেন শফিউল্য¬া খোকন, ছাত্রফ্রন্ট জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক স¤পাদক বন্ধন কুমার, মাসুদা আক্তার, কলি রানী, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ।
বক্তারা গাইবান্ধা সরকারি মহিলা কলেজ পৌরসভার বাইরে স্থানন্তরের প্রতিবাদ জানিয়ে কলেজটি পৌরসভার ভেতরে যে কোন জায়গায় পুন:স্থাপনের দাবি করেন। উল্লেখ্য, গাইবান্ধা শহর ফোরলেন প্রকল্প বাস্তবায়নে কলেজটি জেলা শহরের ডিবি রোড থেকে সরিয়ে পৌরসভার বাহিরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে স্থানন্তরের প্রক্রিয়া চলছে।