1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকা-৮ আসনে রিকশাচালক সুজনের প্রার্থীতা: নাগরিক অধিকারের ইতিবাচক উদাহরণ পলাশবাড়ীতে মৎস্যজীবি দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী আলোচনা সভা বরখাস্তের পরও চেয়ারম্যানের চেয়ারে সেই ফ্যাসিস্ট যুবলীগ নেতা জাহাঙ্গীর ! দামোদরপুর ইউপিতে ক্ষোভ-উত্তেজনা বাড়ছে সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জাসাস-এর কার্যালয় উদ্বোধন গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সারা দেশে ৫.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার

গাইবান্ধায় শহরের প্রধান সড়ক সংস্কারের দাবীতে স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় জেলা শহরের ডিবি রোডের বাস টার্মিনাল হতে পুরাতন বাজার পর্যন্ত ২ কিলোমিটার ঝুঁকিপূর্ণ ও ভাঙ্গা সড়ক অবিলম্বে মেরামতের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের নিকট সড়ক সংস্কারের দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করে সৃজনশীল গাইবান্ধা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এছাড়াও তারা জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান এর নিকটও এই স্মারকলিপির কপি হস্তান্তর করে।

সৃজনশীল গাইবান্ধা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ নিশাদ বাবু ও সিইও মেহেদী হাসান স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলা শহরের মধ্যে চলাচলের প্রধান ও একমাত্র সড়ক হলো ডি.বি. রোড। সম্প্রতি শহরের এই সড়কটি এস.পি অফিস হতে পুরাতন বাজার পর্যন্ত ফোর লেনে উন্নীতকরণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে কেন্দ্রীয় বাস টার্মিনালের আর রহমান ফিলিং স্টেশন পর্যন্ত ফোরলেনের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বাস টার্মিনাল হতে পুরাতন বাজার পর্যন্ত ফোরলেন নির্মাণ কাজ এখনো শুরু করা যায় নি। সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ও কার্পেটিং না করায় চলতি বর্ষা মৌসুমে এই ২ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাস টার্মিনাল সোনালী ব্যাংকের সামনে, পলাশপাড়া মোড়, ফকিরপাড়া মোড়, ফকির পাড়া মসজিদের সামনে, সাদুল্লাপুর রোড মোড়, আসাদুজ্জামান মার্কেটের সামনে, পৌরপার্কের সামনে, পুরাতন জেলখানা মোড়সহ পুরো ২ কি.মি. সড়কে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এই সড়কে চলাচলকারী যানবাহন গুলো প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। যেখানে প্রতিনিয়ত চলাচলকারী যাত্রী সাধারণ ও যানবাহন চালকগণকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাত্র ২কি.মি. সড়ক পার হতে মাত্র ৫ মিনিটের জায়গায় প্রায় ২৫-৩০ মিনিটের মত সময় ব্যয় হচ্ছে। এছাড়াও গর্তে জমে থাকা পানির উপর দিয়ে বড় যানবাহন পার হওয়ার সময় পানি ছিটকে অটোরিক্সা, রিক্সার যাত্রী, মোটরসাইকেল আরোহীর গায়ে লেগে পোশাক নোংড়া হয়ে যাচ্ছে।

তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে স্বারকলিপিতে আরো উল্লেখ করে, আপনি জেলার অভিভাবক। আমাদের জেলাবাসীর এহেন দুর্ভোগ লাঘবে আপনার সু-দৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করছি। ডি.বি. রোড ফোরলেনের বাকি কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত ও কাজ চলাকালীন সময়ে ডি.বি. রোডকে চলাচলের উপযোগি রাখা ও সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট গর্ত ও খানা-খন্দ ভরাট করার জন্য গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও অন্যান্য দায়িত্ব বাহকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতঃ আপাতত ডিবি রোডের (বাস টার্মিনাল হতে পুরাতন বাজার পর্যন্ত) ২ কি.মি. সড়ক চলাচলের উপযোগি করে সাধারণ জনগনের দুর্ভোগ লাঘবে আপনার কার্যকরী ভূমিকা আশা করছি।

সড়কের বেহাল দশার ভোগান্তির শিকার তুর্য সরকার (২২) নামের মোটরসাইকেল আরোহী বলেন, রাস্তায় খানাখন্দের কারণে ৫ মিনিটের রাস্তা পার হতে অতিরিক্ত সময় লাগছে। গর্তের পানি ছিটকে কাপড় নষ্ট হচ্ছে।

সোহেল আকন্দ (৩৫) নামের অটোরিক্সা চালক বলেন, ভাঙ্গা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ভাঙা সড়কে যেকোনো মুহুর্তে অটো উল্টে যেতে পারে আমরা এমন শঙ্কা নিয়া গাড়ি চালাচ্ছি।

স্মারকলিপি গ্রহণ করে সড়ক ও জনপদ (সওজ) গাইবান্ধা এর নির্বাহী প্রকৌশলী মো.আসাদুজ্জামান বলেন, জেলার কিছু স্বার্থন্বেশী মহলের রোষানলের কারনে আজ সম্পূর্ন জেলাবাসীর ভোগান্তির শিকার হচ্ছে। ফোরলেনের কাজের বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। যার কারনে কাজ শুরু করা সম্ভব হয়নি আর এ কারনেই সড়কের বেহাল অবস্থা। তিনি নিজেও সড়কের বর্তমান অবস্থার জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন আগামি সপ্তাহের মধ্যেই রাস্তার সমস্যার সমাধান করার উদ্যোগ নেয়া হবে। এছাড়াও তিনি বর্তমান তরুণ সমাজকে সরকারের তথা দেশের কাজে এগিয়ে আসার জন্য আহবান জানান।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির সৃজনশীল গাইবান্ধা স্মারকলিপি গ্রহণ করেন এবং তিনি নিজেও এই জনদূর্ভোগের কথা স্বীকার করে বলেন, এটি যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের আদেশ দিবেন বলে আশ্বস্ত করেছেন।

স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধার সিইও মো. মেহেদী হাসান, সভাপতি মো. নিশাদ বাবু, সহ-সভাপতি আন্ নাঈমী নিসা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft