
গাইবান্ধায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী সেলিনা আক্তারের ধর্ষণকারী ইদুল মিয়াকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার পশ্চিম হরিপুর স্কুল মাঠে সচেতন এলাকাবাসির উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সচেতন অবিভাবক নাজমুল হক খান টিমু, নির্যাতিতা স্কুলছাত্রীর মা জয়গুন বেগম, উম্মে নিলুফার তিন্নি, মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, গত ৩০ এপ্রিল ধর্ষণের ঘটনায় আদালতে মামলা দায়ের করার পরও অভিযুক্ত আসামী ধরাছোঁয়ার বাইরে। তাই অবিলম্বে ধর্ষক ইদুল মিয়াকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।