
গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। তিনি পলাশবাড়ী হয়ে গাইবান্ধা সার্কিট হাউজে সকাল ১০টা ২০ মিনিটে উপস্থিত হন। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসক জনাব আবদুল মতিন ও জেলা পুলিশ সুপার জনাব তৌহিদুল ইসলাম সার্কিট হাউজ চত্বরে ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা শেষে অভিবাদন মঞ্চে জেলা পুলিশের আয়োজনে তাকে অভিবাদন জানানো হয়। অভিবাদন শেষে সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন এর পরিকল্পনা ও বাস্তবায়নে নবনির্মিত ফোয়ারা শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন, জেলা পুলিশ সুপার জনাব তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির, ডিডিএলজি জনাব রোকসানা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব জেবুননাহার, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব খান মো: শাহরিয়ার প্রমূখ। এরপর ‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই প্রাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সার্কিট হাউজ চত্বরে ফলোজ বৃক্ষরোপন করেন। এ বৃক্ষরোপন শেষে জেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে সু-সজ্জিত (অন্দর) ‘সার্কিট হাউজ সম্মেলন কক্ষ’ উদ্ধোধন করেন।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, গাছ আমাদের প্রকৃতির পরম বন্ধু। এক একটি গাছ আমাদের সম্পদ। গাছ আমাদের সব রকম সহযোগিতা করে থাকে। গাছ নানাভাবে মানুষের উপকারিতা তুলে ধরেন। এরপর বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন।