
মহামারি নভেল করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩২ জন।
দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ২৫ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন। এ পর্যন্ত যারা কোভিড আক্রান্ত মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৬৫৫ জন, ৭৮ দশমিক ৯০ শতাংশ এবং নারী ৭১০ জন, ২১ দশমিক ১০ শতাংশ।
আজ শনিবার (০৮ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৫২৯টি। পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ ১১ হাজার ৭৩৭টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি নমুনা।’
কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৬০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ।
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ জন রয়েছেন।’
এ পর্যন্ত বয়সভিত্তিক মৃত্যুর সংখ্যা এবং হার শূণ্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, দশমিক ৫৩ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৩ জন, দশমিক ৯৮ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৮ জন, ২ দশমিক ৬২ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরে ২১৪ জন, ৬ দশমিক ৩৬ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরে ৪৬৬ জন, ১৩ দশমিক ৮৫ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরে ৯৬৫ জন, ২৮ দশমিক ৬৮ শতাংশ এবং ষাটোর্ধ্ব ১ হাজার ৫৮১ জন, ৪৬ দশমিক ৯৮ শতাংশ।
ডা. নাসিমা সুলতানা বলেন, যে ৩২ জন গত ৩০ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বাড়িতে ১ জন।
এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে ১ হাজার ৬১৩ জন, চট্টগ্রামে ৭৯৮ জন, রাজশাহী ২০৯ জন, খুলনা ২৫২ জন, বরিশাল ১৩২ জন, সিলেটে ১৫৮ জন, রংপুরে ১৩২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৬৪ জন, ছাড় পেয়েছেন ৪৯০ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ৫৬ হাজার ৩৯ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৩৭ হাজার ১৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ২৫ জন।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২ হাজার ১৮৪ জন, ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৫১ জন। এ পর্যন্ত মোট ৪ লাখ ৫০ হাজার ৩৩২ জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৩ লাখ ৯৭ হাজার ৩৮০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫২ হাজার ৯৪২ জন।