
বেনাপোল সীমান্তে ৯০ বোতল ফেনসিডিলসহ আমান (২০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আমান বেনাপোল পৌরসভা এলাকার সাদিপুর গ্রামের আমির আলীর ছেলে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে সাদিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানান, ভারত থেকে সাদিপুর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে আমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ৯০ বোতল ফেনসিডিল।
বেনাপোল ৪৯ বিজিবি চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, আটক আমানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।