
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৬৮ জন কৃষককে এক বিঘা করে জমিতে রোপনের জন্য রোপা আমন ধানের চারা ও ৮০ কৃষককে মাসকালাই বীজ এবং সার প্রদান করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২/ ২০২০-২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বিতরণ করা হয়। প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আবদুল মুঈদ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নবীনেওয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মাহফুজ হোসেন মিরদাহ, রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খাজানুর রহমান প্রমূখ।